Wednesday, May 6, 2020

"If you want to gather Honey, Don't kick over the beehive"

"How to win friends and influence people"

                                             - Dale Carnegie,

স্যার ডিল কার্ণেগীর লেখা এই বইটা আমার কাছে অন্যতম প্রিয় বই গুলোর মধ্যে একটা,

আজ আমি স্যার ডিল কার্ণেগীর লেখা "How to win friends and influence people" বইটার একয়েকটা  চ্যাপ্টার  আপনাদের সাথে ভাগ করে নেব ।

প্রথম ভাগ  

"If you want to gather Honey, Don't kick over the beehive"

If you want to gather Honey, Don't kick over the beehive
স্যার ডিল কার্ণেগীর এই চ্যাপ্টারএ কয়েক গুলো ঘটনার মাধ্যমে আমাদের অন্যের প্রতি ঘৃণা, নিন্দাকরা, অভিযোগ করতে বারণ করেছেন | 


  • 7th May 1931 সালে New York City তে  এক জন হত্যকরি (Crowley)  আর পুলিশ এর মধ্যে ঘটে যাওয়া এক চাঞ্চল্ল কার ঘটনা, কুখ্যাত Crowley একটা চেয়ারের পিছনে লুকিয়ে পুলিশকে  বারবার গুলি করতে থাকে, ১০০০০ শহরবাসী করৌলি এবং পুলিশএর এই সংঘর্ষের সাক্ষী থাকে। আহত Crowley তখন একটা চিঠিতে লেখে তার এই কালো কোর্ট এর পিছন একটা  দুঃখিত  এবং সুন্দর হৃদয় আছে, শেষ পর্যন্ত পুলিশ Crowleyকে  ধরে ফেলে এবং মৃত্যু দন্ড দেবার জন্য নিয়ে যায়, তখন কেউ একজন Crowleyকে জিজ্ঞাসা করে  এইটা  কি লোককে মারার শাস্তি সে বলে না এটা  নিজে কে বাঁচানোর শাস্তি। Crowley নিজে কে কোনো কাজের জন্য দোষ দেয় না  
George B Johnston ওকলাহোমাতে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সুরক্ষা কর্মচারী ছিলেন, কোনো শ্রমিক সুরক্ষা নিয়ম না মানলে তিনি যার ওপর খুব রেগে যেতেন এবং উল্টো পাল্টা কথা বলতেন, তাই  শ্রমিকরা  George B Johnston তাকে দেখে সুরক্ষা নিয়ম পালন করলেও, তার পিছনে কিচ্ছু নিয়ম মানত না,সেটা জানার পর George B Johnston অন্য উপায় বার করেন, তার পর তিনি যখন কাউকে নিয়ম ভাঙতে দেখতেন তখন তাকে মিটি ভাবে বলতেন Helmet টা কি সুন্দর নয় নাকি এটা আরামদায়ক নয় এবং Helmet ও সুরক্ষা নিয়ম পালন করে গুরুত্ব তাদের ক বোঝাতেন । তারপর থেকে শ্রমিকরা নাকি শুধু George B Johnston সামনে  নিয়ম পালন করতো তাকে ভালোবাসতেও লাগলো। এই ভাবে তিনি ধীরে ধীরে সমস্ত শ্রমিকের কাছে একজন প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন । 




স্যার ডিল কার্ণেগী এই পর্বে আরো অনেক উদহারণ এর মাধ্যমে আমাদের বোঝাতে চাইছেন আমরা যেন অন্যের প্রতি ঘৃণা, নিন্দাকরা, অভিযোগ না করি, তার চেয়ে বরং আমরা যেন তাদের কে বোঝার চেষ্টা করি, তারা কেন এমন করছে সেটা যেন খুঁজে বার করি ।

সেটা অনেক লাভজনক হবে আমাদের কাছে কাউকে নিন্দা করার চাইতে ।।
 As Dr. Johnson said: "God himself, sir, dose not propose to judge man until the end of his days."
               Why should you and I ..... ? 

আজ এই পর্যন্তই 

ধন্যবাদ  বন্ধুরা আবার কথা হবে স্যার ডিল কার্ণেগীর লেখা এই বইটার  অন্য এক পর্বে 





"If you want to gather Honey, Don't kick over the beehive"

"How to win friends and influence people"                                              - Dale Carnegie, স্যার ডিল কার্ণেগী...